টার্মস অ্যান্ড কন্ডিশনস
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগসহকারে পড়ুন। আমাদের সেবাসমূহ ব্যবহার করলে আপনি নিম্নলিখিত শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।
অর্ডার ও পেমেন্ট
অর্ডার নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তা যাচাই করে প্রক্রিয়াজাত করবে।
অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি - উভয় মাধ্যমেই পেমেন্ট করা যাবে (যদি প্রযোজ্য হয়)।
Bangla Weave এর অনুমতি ছাড়া কোনো ভুয়া বা প্রতারণামূলক অর্ডার দেওয়া আইনত দণ্ডনীয়।
ডেলিভারি
অর্ডার নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তা যাচাই করে প্রক্রিয়াজাত করবে।
অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারি - উভয় মাধ্যমেই পেমেন্ট করা যাবে (যদি প্রযোজ্য হয়)।
Bangla Weave এর অনুমতি ছাড়া কোনো ভুয়া বা প্রতারণামূলক অর্ডার দেওয়া আইনত দণ্ডনীয়।
ডেলিভারি
আমরা ডেলিভারি পার্টনারদের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিতে সচেষ্ট থাকি।
ডেলিভারি সময় লোকেশন ও প্রোডাক্টের প্রাপ্যতার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
পণ্য গ্রহণের সময় দয়া করে অর্ডার চেক করে নিন।
রিটার্ন ও এক্সচেঞ্জ
রিটার্ন ও এক্সচেঞ্জ সংক্রান্ত সকল তথ্য আমাদের “Return & Exchange Policy” তে বিস্তারিত উল্লেখ আছে।
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেলে, নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করুন।
মূল্য ও প্রোমোশন
সকল মূল্য Bangla Weave কর্তৃক নির্ধারিত এবং যে কোনো সময় পরিবর্তন করা হতে পারে।
প্রোমোশন বা অফারের মেয়াদ শেষ হলে, সেই অফার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
গোপনীয়তা
আমরা গ্রাহকের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদে সংরক্ষণ করি।
বিস্তারিত জানতে আমাদের “Privacy Policy” পেজটি দেখুন।
মেধাস্বত্ব (Intellectual Property)
Bangla Weave এর লোগো, ডিজাইন, কনটেন্ট, ছবি ও অন্যান্য উপকরণ আমাদের নিজস্ব সম্পত্তি।
অনুমতি ছাড়া এগুলো কপি, ব্যবহার বা বিতরণ করা আইনত নিষিদ্ধ।
দায়সারা ঘোষণা (Disclaimer)
আমাদের পণ্যের রঙ ও টেক্সচার আলোর প্রভাবে বা স্ক্রিন সেটিং–এর কারণে সামান্য ভিন্ন দেখাতে পারে।
ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় প্রদর্শিত পণ্য সবসময় স্টকে নাও থাকতে পারে।
আইনগত বিষয়
এই ওয়েবসাইট ও নীতিমালা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
কোনো বিরোধের ক্ষেত্রে তা বাংলাদেশে কার্যকর আদালতের অধীনে নিষ্পত্তি করা হবে।